Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

স্বল্প ও বিনা মূল্যে প্রদেয় সেবা সমূহঃ

পরিবার পরিকল্পনা স্বল্প/দীর্ঘ মেয়াদী ও অস্থায়ী পদ্ধতিঃ

১। খাবার বড়ি

২। ইনজেকশন

৩। আই ইউ ডি  

৪। কনডম (প্রতি ডজন ১.২০ টাকা)

৫। ইমপস্ন্যানন

 

স্থায়ী পদ্ধতিঃ

১। টিউবেকটমি

২। ভ্যাসেকটমি

 

মা ও শিশু স্বাস্থ্য সেবাঃ

১। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবোত্তর সেবা ।

২। মাসিক নিয়মিত করন (এম আর) সেবা।

৩। নবজাতক  ও  ৫ বৎসর বয়স পর্যন্ত শিশুদের সেবা।

৪। কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ।

৫। শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য পরামর্শ।

৬। মা ও শিশুদের পুষ্টি সম্পর্কে পরামর্শ।

৭। স্বাস্থ্য শিক্ষা প্রদান।

৮। অনাকাংখিত গর্ভধারন এড়ানোর জন্য ইসিপি বিতরন।

 

অন্যান্য সেবাঃ

১। প্রাথমিক স্বাস্থ্য সেবা

২। জরুরী রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে রেফার করা

 

(বি:দ্র: ঔষধ মজুদ থাকা সাপেক্ষে গরীব রোগী, মা ও শিশুদের বিনা মূল্যে  ঔষধ সরবরাহ করা হয়)