Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমুহ
  • ১৯৭২ সালের জনসংখ্যা বৃদ্ধির হার ২.৩% থেকে কমে বর্তমানে ১.২৭%(২০১৮ সালের তথ্য মোতাবেক) এ নামিয়ে আনা।

  • TFR(Total Fertility Rate) ১৯৭২ সালে ছিল ৬.৩ যা বর্তমানে ২.১% নামিয়ে আনা।

  • মাতৃ ও শিশু(৫ বছরের নিচে) মৃত্যুর হার প্রতি হাজারে ২০০৯ সালে যথাক্রমে ৩.২০ ও ৮৮ থেকে বর্তমানে ১.৭৬ ও ৪৮(২০১৮ সালে BDHS তথ্যানুসারে) এ নামিয়ে আনা।

  • পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার (CPR) ২০০৯ সালের ৫৫.৫% থেকে ২০১৮ সালে ৬২.৪% উন্নীত করা।

  • বর্তমান ধারা অব্যাহত রাখলে ২০৪৫ সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার স্থির হবে। তখন দেশের জনসংখ্যা হবে প্রায় ২২/২৩ কোটি।

  • ডিজিটাল পদ্ধতিতে সারা দেশে বিশেষ সফটওয়ারের মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতির সামগ্রী বিতরণ করে সেবাগ্রহীতাদের কাছে পৌছানো হয়।

  • দেশের বর্তমান “ডেমোগ্রাফিক ডেভিডেন্ট” অর্জনে ভুমিকা রাখা।

  • এমডিজি এবং এসডিজি অভিষ্ট অর্জনে যথার্থ ভুমিকা রাখা।

  • স্বাস্থ্য বিভাগের ইপিআই, ভিটামিন খাওয়ানো সহ অন্যান্য কার্যক্রমে সহযোগিতা করা।